কাজাকাস্তান ও ফিনল্যান্ডের বিপক্ষে আসন্ন দুটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ফ্রান্স দল থেকে ছিটকে গেছেন মিডফিল্ডার পল পগবা। ডান থাইয়ের ইনজুরির কারণে পগবার খেলা হচ্ছেনা বলে নিশ্চিত করেছে ফরাসি ফেডারেশন (এফএফএফ)।
ম্যানচেস্টার ইউনাইটেডের এই খেলোয়াড় সোমবার জাতীয় দলের অনুশীলন ছেড়ে চলে যাবার পর দলীয় চিকিৎসক ফ্রাংক ডি গালের অধীনে পর্যবেক্ষণে রয়েছেন। এক বিবৃতিতে এফএফএফ জানিয়েছে, ‘কাজাকাস্তানের বিপক্ষে পার্ক ডি প্রিন্সেসে ও ফিনল্যান্ডের বিপক্ষে হেলসেঙ্কিতে বাছাইপর্বের দুটি ম্যাচে পগবা খেলতে পারছেন না। তার স্থানে রোমা জর্ডান ভেরেটুটকে দলভুক্ত করা হয়েছে।’
ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে বাছাইপর্বে গ্রুপ-ডির শীর্ষে রয়েছে ফ্রান্স। কাজাকদের হারাতে পারলেই আগামী বছর কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে বর্তমান চ্যাম্পিয়নরা।
এক সংবাদ সম্মেলনে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ্যম বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাছাইপর্ব পার করে মূল পর্বে জায়গা করে নেয়া। আমাদের সব মনোযোগ এই লক্ষ্যের প্রতি থাকতে হবে। আমাদের কোনভাবেই ভাবলে হবে না যে ইতোমধ্যেই বিশ্বকাপের টিকিট পাওয়া হয়ে গেছে। পুরো শক্তি নিয়েই আমরা ম্যাচটি জয়ের জন্য মাঠে নামবো।’