Home চাকরি এসআই নিয়োগের পরীক্ষা পেছাল

এসআই নিয়োগের পরীক্ষা পেছাল

0

পুলিশ বাহিনীর উপপরিদর্শক (এসআই–নিরস্ত্র) পদের নিয়োগ পরীক্ষা পেছানো হয়েছে। অনিবার্য কারণে পরীক্ষার তারিখ ও সময়সূচি পরিবর্তন করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআই পদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা শুরু হবে আগামী ৮ ডিসেম্বর থেকে। ৮ ডিসেম্বর শুরু হয়ে ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রথম ধাপের এ পরীক্ষা দেশের আটটি বিভাগে অনুষ্ঠিত হবে। আর লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষা ২০২২ সালের ৩ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক এআইজি (মাল্টিমিডিয়া অ্যান্ড পাবলিসিটি) মো. কামরুজ্জামান আজ শনিবার প্রথম আলোকে বলেন, বিসিএস লিখিত পরীক্ষা ও এসআই নিয়োগ পরীক্ষার সূচি একই সময়ে হওয়ায় পরীক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে এসআই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী এসআই পরীক্ষা নেওয়া হবে। গত ১২ অক্টোবর প্রথম আলো অনলাইনে ‌‘৪১তম বিসিএস ও এসআইয়ের পরীক্ষা একই সময়ে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here