Thursday, July 25, 2024
Homeবিনোদন‘ট্রেন টু বুসান’-এর রিমেক নিয়ে খেপেছেন ভক্তরা

‘ট্রেন টু বুসান’-এর রিমেক নিয়ে খেপেছেন ভক্তরা





দক্ষিণ কোরিয়ান জম্বি–হরর ছবি ‘ট্রেন টু বুসান’ বক্স অফিসে আলোড়ন তুলেছিল। জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি প্রশংসা কুড়িয়েছিল ছবিটি। অনেক আগেই ঘোষণা হয়, ছবিটি ইংরেজি ভাষায় রিমেক করা হচ্ছে। সম্প্রতি রিমেক ছবির নাম ঘোষণা করা হয়েছে। তাতেই চটেছেন ভক্তরা। তাঁদের মতে, এত ভালো ছবির আর রিমেকের প্রয়োজন নেই।

ছবির নাম দেওয়া হয়েছে ‘লাস্ট ট্রেন টু নিউইয়র্ক’। ছবিটি পরিচালনা করবেন ইন্দোনেশিয়ান নির্মাতা টিমো জাজান্টো। এই সংবাদ প্রকাশিত হওয়ার পরেই টুইটারে রিমেকের বিরুদ্ধে লেখালেখি শুরু করেন ‘ট্রেন টু বুসান’ ছবির ভক্তরা। রিমেক ছবি আসল ছবির মতো ভালো হবে কি না, সে বিষয়ে তাঁরা সন্দিহান! তাঁরা আবেদন জানিয়েছেন, রিমেক বানানোর দরকার নেই। যাঁর দেখতে ইচ্ছে হবে, তিনি যেন আসল ছবিটিই দেখে নেন।

- Advertisment -
Google search engine

Most Popular