Sunday, September 8, 2024
Homeঅর্থনীতিশেয়ারবাজারকে অতিমূল্যায়িত মনে করে না নিয়ন্ত্রক সংস্থা

শেয়ারবাজারকে অতিমূল্যায়িত মনে করে না নিয়ন্ত্রক সংস্থা

দেশের শেয়ারবাজারের বর্তমান অবস্থাকে অতিমূল্যায়িত বলে মনে করেন না নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম বলেন, দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় শেয়ারবাজার এখনো অনেক পিছিয়ে। তারপরও কেউ কেউ শেয়ারবাজারকে অতিমূল্যায়িত বলে অভিহিত করছেন। কিন্তু বাস্তবে শেয়ারবাজার অতিমূল্যায়িত নয়। এ বাজারের আরও অনেক বড় হওয়ার সুযোগ রয়েছে।

বিএসইসির চেয়ারম্যান গতকাল শুক্রবার সকালে পুঁজিবাজারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) স্থায়ী কার্যালয় উদ্বোধনকালে এ মন্তব্য করেন। রাজধানীর পুরানা পল্টনের আল-রাজী কমপ্লেক্সে সিএমজেএফের নতুন ও স্থায়ী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে পুঁজিবাজারসংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

- Advertisment -
Google search engine

Most Popular