‘হাইকোর্টের শোকজ করা ব্যক্তি কীভাবে সিইসি হতে পারেন’

0
125

হাইকোর্টের শোকজ করা ব্যক্তি কীভাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হতে পারেন-এমন প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনগণের রক্ত চুষে খাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে সাভারে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব মন্তব্য করেন।

আজ বুধবার ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নেতা তমিজ উদ্দিন, নাজিম উদ্দিন মাস্টার, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

রিজভী বলেন, ‌‘আজকের এই সভা হচ্ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে। মোটা চাল ৬০-৬৫ টাকা, কোথাও কোথাও ৭০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিটি জিনিসপত্রের দাম ২০ শতাংশ থেকে ৬৫ শতাংশ বেড়েছে। আটা, চিনি, পেঁয়াজ সব কিছুর দাম বেশি। এই সময় রবিশস্যের মৌসুম। এই সময়ে শাকসবজি হয়, বিভিন্ন ধরনের ডাল হয়। চৈত্র্য মাসে যেমন- বাড়িতে আগুন লাগলে দাউ দাউ করে আগুন জ্বলে, তেমনি করে বাজারে জিনিসপত্রের দামে আগুন লেগেছে। যারা মধ্য নিম্ন আয়ের মানুষ, পোশাক শ্রমিক, ভ্যান-রিকশা চালক নিঃশেষ হতে হতে তারা রাস্তার সঙ্গে মিশে যাচ্ছে।’

সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘খবরের কাগজ দেখেন, গতকালই ১৯ থেকে ২৫ টাকা লিটারে বৃদ্ধি পেয়েছে। খোলা বাজারে যে তেল ১৪৩ টাকায় লিটার বিক্রি হওয়ার কথা, তা বিক্রি হচ্ছে ১৭৫-১৮০ টাকায়। সাধারণ দোকানদার তারাও বলছেন আমরা করব কী? অনেক দোকানি সয়াবিন তেল পাইকারদের কাজ থেকে কেনা কমিয়ে দিতে বাধ্য হচ্ছে। যারা পরিবেশক তারাই তো দাম বৃদ্ধি করছে, আমি যদি দাম বৃদ্ধি না করি তাহলে আমার লোকসান হবে। এ কারণে অনেক দোকানদার সয়াবিন তেল বিক্রি বন্ধ করে দিয়েছে। পাইকার কারা? তারা হচ্ছে সিন্ডিকেট। আওয়ামী লীগের সিন্ডিকেট। তারাই তেলের দাম নিয়ন্ত্রণ করছে। ’

তিনি আরও বলেন, ‘এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে শুধু শুনবেন লুটপাট, হরিলুট আর দুর্ভীক্ষ। ‘৭২ থেকে ‘৭৪ দুর্ভীক্ষ দেখেছি। সেই দুর্ভীক্ষের পদধ্বনি শুনছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here