Home ফিচার ইউক্রেনের শরণার্থী সংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে

ইউক্রেনের শরণার্থী সংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে

0

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ১৬তম দিন আজ। এ যুদ্ধের কারণে ক্রমাগত বাড়ছে ইউক্রেনের শরণার্থী সংখ্যা। এ পর্যন্ত ২৫ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে চলে গেছে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি।

আজ শুক্রবার এক টুইটে তিনি বলেন, ইউক্রেনের শরণার্থীর সংখ্যা দুঃখজনকভাবে আজ ২৫ লাখে পৌঁছেছে। তিনি বলেন, ‘আমরা অনুমান করছি, ইউক্রেনের অভ্যন্তরে প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই অর্থহীন যুদ্ধের কারণে কয়েক লাখ মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।’

এদিকে, গতকাল বৃহস্পতিবার পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা জানান, ইউক্রেন থেকে প্রায় ১৫ লাখের বেশি শরণার্থী পোল্যান্ডে আশ্রয় নিয়েছে।


শুক্রবার জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেন থেকে প্রায় এক লাখ ১০ হাজার শরণার্থী জার্মানিতে এসেছে। তবে সংখ্যাটা আরও বেশি হতে পারে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here