Saturday, July 27, 2024
Homeবিশ্ব‘ভুল করে ছোড়া’ ভারতের ক্ষেপণাস্ত্র পড়ল পাকিস্তানে, দুঃখ প্রকাশ

‘ভুল করে ছোড়া’ ভারতের ক্ষেপণাস্ত্র পড়ল পাকিস্তানে, দুঃখ প্রকাশ

মহড়া চলাকালে ভারতীয় সেনাবাহিনীর ছোড়া একটি ক্ষেপণাস্ত্র গিয়ে পড়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিলন চানু শহরে। গত বুধবার ঘটনাটি ঘটে। যদিও ভারত দাবি করেছে, ক্ষেপণাস্ত্রটি ভুল করে ছোড়া হয়েছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে আজ শুক্রবার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে মোদি সরকার।

খবরটি প্রথম প্রকাশ করে রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিক। তারাই প্রথম জানায় হরিয়ানার সিরসার কাছে কোনো এলাকা থেকে একটি ভারতীয় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এমনকি পাকিস্তানের বিমান বাহিনী ওই ক্ষেপণাস্ত্রটি প্রবেশ করতেও দেখেছে পাঞ্জাবের মিলন চানু শহরে। এরপরই বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়ে নয়াদিল্লি ঘটনাটির কথা স্বীকার করে। তবে একইসঙ্গে জানিয়ে দেয়, ঘটনাটি ভুল করে ঘটেছিল।

কীভাবে এমন ভুল হলো তা জানিয়ে কেন্দ্রের ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ৯ মার্চ নিয়মমাফিক রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন দুর্ঘটনাবশত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষিপ্ত হয়ে যায়। প্রযুক্তিগত গোলযোগের জন্যই ওই ঘটনা ঘটেছিল। তবে ভারত ইতিমধ্যেই ঘটনাটিতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।’

ভারতের তরফে এ ঘটনায় দুঃখপ্রকাশ করে বলা হয়েছে, ‘আমরা জানতে পেরেছি ওই ক্ষেপণাস্ত্র পাকিস্তানের একটি এলাকায় গিয়ে অবতরণ করেছে। ঘটনাটি নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক। তবে আমরা কিছুটা নিশ্চিন্ত এটা জেনে যে এ দুর্ঘটনায় ওই এলাকায় কারও প্রাণ যায়নি।’

- Advertisment -
Google search engine

Most Popular