Saturday, July 27, 2024
Homeফিচারজবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

জবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষে অন্তত ১০ ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশের বিভিন্ন এলাকায় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা বলেন, পূর্ববিরোধের পাশাপাশি নবীন শিক্ষার্থীদের নিজ পক্ষে আনতে সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে মারামারির ঘটনা ঘটে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে পুরান ঢাকার মালিটোলা পার্কে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরপর উভয় পক্ষের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নেন।

সংঘর্ষে আহত শিক্ষার্থীদের মধ্যে পাঁচজনের নাম- পরিচয় জানা গেছে। তারা হলেন- সভাপতি পক্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আবদুল বারেক, নৃবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শামসুল হুদা, খাইরুল আমান, ফিন্যান্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. সাঈদ এবং সাধারণ সম্পাদক পক্ষের ইসলামিক স্টাডিজের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মেরাজ হোসাইন।

- Advertisment -
Google search engine

Most Popular