Saturday, July 27, 2024
Homeফিচারফেসবুক স্ট্যাটাস নিয়ে সংঘর্ষ, নিহত ৩

ফেসবুক স্ট্যাটাস নিয়ে সংঘর্ষ, নিহত ৩

ফেসবুক স্ট্যাটাস নিয়ে গতকাল শনিবার রাতে গাজীপুরের কাপাসিয়ার সম্মানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

নিহতরা হলেন দক্ষিণগাঁও এলাকার মৃত আলম হোসেনের ছেলে নাঈম (১৮) একই গ্রামের আলম মিয়ার ছেলে ফারুক (২৬) ও হিরণ মিয়ার ছেলে রবিন (১৫)। এ ঘটনায় পুলিশ দুই পক্ষের তিনজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একজন নারীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে গতকাল রাত সাড়ে ১১টার দিকে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। তখন প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে নাঈম, ফারুক ও রবিন গুরুতর আহত হয়। পরে তাদের নরসিংদীর মনোহরদী উপজেলা হাসপাতালে নেওয়া হলে নাঈম ও ফারুককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত অবস্থায় রবিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ রবিবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রবিনেরও মৃত্যু হয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‌‘নাঈম ও ফারুক মনোহরদী হাসপাতালে নেওয়ার পর মারা যান। আর রবিন ঢাকায় মারা যায়।’

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

- Advertisment -
Google search engine

Most Popular