Saturday, July 27, 2024
Homeবাংলাদেশঅদ্ভুত শব্দে মিলল আইফোন

অদ্ভুত শব্দে মিলল আইফোন

হালের ক্রেজ আইফোনের আবেদন ১০ বছর আগেও একই ছিল। ১০ বছর আগে সাধের আইফোনটি হারিয়ে ফেলেছিলেন এক নারী। সে সময় অনেক খোঁজাখুঁজি করেও সেটি কোথাও খুঁজে পাননি তিনি। এক দশক পর সম্প্রতি সেই হারানো ফোনটি পেয়ে একদম তাজ্জব বনে গেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাসিন্দা বেকি ব্যাকহ্যাম সে সময় আইফোন হারিয়েও তাজ্জব হয়ে গিয়েছিলেন। কারণ বাড়ি থেকে কোথাও বের না হলেও তার মোবাইল লাপাত্তা হয়ে যায়। ২০১২ সালের অক্টোরবে বেকির মোবাইল হারিয়ে যায়। তবে এত বছর পর টয়লেটে আইফোন পাওয়ার পেছনের ঘটনাও কম চমকপ্রদ নয়।

বেকি ও তার স্বামী ফ্ল্যাশ করার পর টয়লেটে ‘অদ্ভুত শব্দ’ শুনতে পেতেন। সেই শব্দের সন্ধান করতে গিয়েই টয়লেটের পাইপের ভেতর আটকে থাকা আইফোনের খোঁজ মেলে। ফোনের পিছনের অংশটি খোলা ছিল, তবে আইফোনটি টয়লেট পাইপে ১০ বছর কাটানোর তুলনায় ভালো অবস্থায় ছিল বলে বেকি ফেসবুক পোস্টে দাবি করেছেন।

- Advertisment -
Google search engine

Most Popular