Saturday, July 27, 2024
Homeফিচার‘পারিবারিক অশান্তির’ কারণে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

‘পারিবারিক অশান্তির’ কারণে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

ফেনীর ফুলগাজী উপজেলায় পারিবারিক অশান্তির কারণে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশারফ ইউসুফ এ রায় দেন। রাষ্ট্রপক্ষের এপিপি কংস বণিক এ তথ্য জানিয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আবদুল কাদের। তিনি ফুলগাজী উপজেলার খাজুরিয়া গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ৫ জানুয়ারি গলাটিপে শ্বাসরোধ করে স্ত্রী আয়েশা আক্তার মুক্তাকে হত্যা করেন কাদের। এরপর তিনি প্রচার করেন স্ত্রী অসুস্থ হয়ে মারা গেছেন। ঘটনার পরদিন মুক্তার মা ফুলগাজী থানায় একটি মামলা করেন।

আইনজীবী কংস বণিক বলেন, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মনোমালিন্যের কারণে এক পর্যায়ে কাদের স্ত্রীকে হত্যা করেন।

আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন টিপু জানান, তারা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। সেখানে তারা ন্যায় বিচার পাবেন বলে আশা করছেন।

- Advertisment -
Google search engine

Most Popular