Saturday, July 27, 2024
Homeবাংলাদেশবান্দরবানে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

বান্দরবানে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

বান্দরবান সদর উপজেলার টংকাবতীর এলাকায় ইউপিডিএফের এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত জলন্ত তঞ্চঙ্গ্যা (৩৫) রাজবিলা ইউনিয়নের ঠ্যাংলুংপাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে জলন্ত তঞ্চঙ্গ্যা মোটরসাইকেলে করে টংকাবতীর এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথে ব্রিক ফিল্ড এলাকায় সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে এলাকার লোকজন লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি নিশ্চিত হওয়া না গেলেও এর জন্য জেএসএস মূল দলকে দায়ী করছে ইউপিডিএফ গণতান্ত্রিক (ইউনাইটেড ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট)।

এ বিষয়ে ইউপিডিএফের বান্দরবান জেলার সাধারণ সম্পাদক উবামং মার্মা জানান, জলন্ত তঞ্চঙ্গ্যা এক সময় জেএসএস মূল দলের সক্রিয় সদস্য ছিলেন। বছরখানেক আগে তিনি জেএসএস ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। পরে ইউপিডিএফের সমর্থক হয়ে কাজ করছিলেন। এ কারণে জেএসএস সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে।

- Advertisment -
Google search engine

Most Popular