Sunday, September 8, 2024
Homeরাজধানী১৪ সপ্তাহ পর করোনায় মৃত্যুশূন্য দিন

১৪ সপ্তাহ পর করোনায় মৃত্যুশূন্য দিন

প্রায় ১৪ সপ্তার পর দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এই সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ২১৭ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৯৪২ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৫৪ শতাংশ। সবশেষ গত বছরের ৯ ডিসেম্বর করোনায় মৃত্যুশূন্য দিন ছিল।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬০০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৪ হাজার ৪০৮ জন।

২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৪টি নমুনা সংগ্রহ করা হয়, পরীক্ষা করা হয় ১৪ হাজার ৪৯টি।

- Advertisment -
Google search engine

Most Popular