রাঙামাটির রাজস্থলী উপজেলায় সশস্ত্র দুপক্ষের মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছে বলে জানা গেছে। তারা সবাই মগ পার্টির সদস্য বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র। তবে দায়িত্বশীল কোনো সূত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়নি। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে রাজস্থলী উপজেলার পাইতংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাতে টহল শেষ করে সকালে পাইতংপাড়া এলাকায় নিজেদের আস্তানায় ফিরছিলেন মগ পার্টির সদস্যরা। এ সময় পাহাড়ে লুকিয়ে থাকা সশস্ত্র আরেকটি দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন দুপক্ষের মধ্যেই গোলাগুলি হলে তিনজন নিহত হন। যদিও এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি, এমনকি নিহতদের মগ পার্টির পক্ষ থেকেও কোনো বক্তব্য আসেনি।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম জানান, ঘটনাস্থল দুর্গম এলাকায় হওয়ায় পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছাতে পারেনি। তাই নিহতের সংখ্যা সঠিক করে তারা বলতে পারছেন না, বিস্তারিত তথ্য পেলে পরে জানাবেন।