ঈদ পর্যন্ত পেঁয়াজ আমদানির অনুমতি চেয়ে চিঠি

0
153

মুরাদ হোসেন লিটন : আসন্ন পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) চেয়ে কৃষি মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত রবিবার কৃষিসচিবের কাছে এসংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আগামী ২৯ মার্চ পর্যন্ত পেঁয়াজের আইপি ইস্যু চলমান থাকায় বাজারমূল্য সাম্প্রতিক সময়ে আগের তুলনায় স্থিতিশীল। ২৯ মার্চের পর আইপি ইস্যু না করলে বাজার আবার অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।

তাই আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে পেঁয়াজের সরবরাহব্যবস্থা গতিশীল রাখার জন্য ঈদুল ফিতর পর্যন্ত আইপি ইস্যু অব্যাহত রাখা প্রয়োজন।
দেশে প্রায় ২৫ লাখ টন পেঁয়াজের চাহিদা রয়েছে। এর মধ্যে রমজান মাসে চাহিদা প্রায় চার থেকে সাড়ে চার লাখ টন। সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ ক্ষতি বাদে প্রায় ছয় থেকে সাত লাখ টন পেঁয়াজ আমদানি করতে হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here