এ আর রহমানের গানে মুগ্ধ ঢাকা

0
69

রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের জন্য গতকাল সোমবারের সন্ধ্যাটা স্মরণীয় হয়ে থাকলো। কারণ ‘ক্রিকেট সেলিব্রেট মুজিব ১০০’ কনসার্টে গানের সুরে শ্রোতাদের মুগ্ধ করেছেন ওপার বাংলার কিংবদন্তি অস্কারজয়ী শিল্পী এ আর রাহমান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ও বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই কনসার্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগীত উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও ছিলেন- ক্রিকেট বোর্ডের সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান, বিসিবি কর্মকর্তা ইসমাইল হায়দার মল্লিক, শেখ সোহেলসহ অনেকে। আর সঙ্গে ছিল গ্যালারি ভর্তি দর্শক।

বিকেলে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। এরপর মঞ্চে আসে জনপ্রিয় ব্যান্ডদল মাইলস। তারা গেয়ে শোনান ‘চাঁদ তারা সূর্য নও তুমি/ নও পাহাড়ি ঝরনা/ যদি বলি ফুল তবুও হবে ভুল/ তোমার তুলনা হয় না’ গানটি। এরপর তারা পরিবেশন করেন তাদের জনপ্রিয় বেশ ক’টি গান। রুমানা মালিক মুনমুনের উপস্থাপনায় এরপর সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে মঞ্চে আসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here