মস্কোভা ডুবি : একজনের মৃত্যুর খবর নিশ্চিত করল রাশিয়া

0
75

রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের ফ্ল্যাগশিপ মিসাইল ক্রুজার মস্কোভা ডুবে যাওয়ার ঘটনায় একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে মস্কো। মস্কভা ডুবে যাওয়ার ১০ দিন পর দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় বলছে, গোলাবারুদ বিস্ফোরণে একজন সার্ভিসম্যানের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২৭ জন ক্রু। এর মাধ্যমে গত সপ্তাহে মিসাইল ক্রুজার মস্কোভা ডুবে যাওয়ার ঘটনায় ক্ষয়ক্ষতির কথা প্রথমবার স্বীকার করল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে গণমাধ্যম আরটি জানায়, কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেও সফল হয়নি সে সময়। ৩৯৬ জন ক্রু সদস্যকে মস্কভা থেকে ওই এলাকার ব্ল্যাক সি ফ্লিটের জাহাজে সরিয়ে সেভাস্তোপলে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে রুশ সামরিক বাহিনী ঘোষণা করেছিল, সাগরে খারাপ পরিস্থিতির মধ্যে বন্দরে নিয়ে যাওয়ার সময় গত ১৩ এপ্রিল মস্কভা ডুবে যায়। প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন বলেছে, যুদ্ধজাহাজের একটি গোলাবারুদ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণটি জাহাজে আগুন লাগার কারণে হয়েছিল বলে জানানো হয়।

ওডেসা অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ম্যাক্সিম মার্চেনকো দাবি করেছেন, ওডেসা থেকে নিক্ষেপ করা ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্রের কারণে মস্কভার গুরুতর ক্ষতি হয়।

উল্লেখ্য, যুদ্ধজাহাজটি-২০০০ সালে ব্ল্যাক সি ফ্লিটের ফ্ল্যাগশিপ হিসেবে কার্যক্রম শুরু করে। এটি সিরিয়ায় রাশিয়ার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here