ঈদযাত্রায় জীবন বাঁচাতে মোটরসাইকেল ‘নিষিদ্ধে’র দাবি

0
168

ঈদযাত্রায় মহাসড়কে দুর্ঘটনায় প্রাণহানি কমাতে মোটরসাইকেল নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি। বাইক নিয়ন্ত্রণের পাশাপাশি ঈদের সময় রিকশা, অটোরিকশা, ইজিবাইকের মতো ধীরগতির যান চলাচল বন্ধেরও দাবি জানিয়েছে সংগঠনটি।

রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এসব দাবি জানান।

বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, গত ঈদে ৩১৮টি সড়ক দুর্ঘটনায় ৩২৩ জন নিহত ও ৬২২ জন আহত হয়েছিলেন। এর মধ্যে সবচেয়ে বেশি ১৩৯ জন মারা যান বাইক আরোহী। আহত হন আরও ১৯৯ জন।

ওই বছর সড়কে মৃত্যুর ৪৩ দশমিক ০৩ শতাংশ এবং আহতের ৩১ দশমিক ৯৯ শতাংশ ছিল বাইক আরোহী।

গত দুই বছর করোনা পরিস্থিতিতে বিধিনিষেধের কারণে ঘরমুখো মানুষের যাত্রা ছিল তুলনামূলক কম। তবে এবার কোনো বিধিনিষেধ না থাকায় বাইকে করে যাত্রা তিন গুণ বেশি থাকবে বলেও ধারণা করছে যাত্রীকল্যাণ সমিতি। মোজাম্মেল বলেন, ‘এতে দুর্ঘটনার ঝুঁকিও তিন গুণ বেড়ে যেতে পারে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here