বড় ব্যবধানে হেরে এশিয়া কাপে ষষ্ঠ বাংলাদেশ

0
86

এশিয়া কাপ হকিতে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে ৮-০ গোলের বড় ব্যবধানে হারল বাংলাদেশ। ফলে এই টুর্নামেন্টে আবারও ষষ্ঠ হলো লাল-সবুজের দল।

বুধবার ইন্দোনেশিয়ার জেবিকে ফিল্ডে পাকিস্তানকে প্রথম কোয়ার্টারে লিড পাইয়ে দেন রেজওয়ান আলি। আর দ্বিতীয় কোয়ার্টারের ব্যবধান দ্বিগুণ করেন মোবাশ্বের আলি। ৩২তম মিনিটে মোবাশ্বর আলী আরেকটি গোল করেন। পরে ৩৯তম মিনিটে আফরাজ ফিল্ড গোল করলে পাকিস্তান ৪-০ ব্যবধানে এগিয়ে যায়।

ম্যাচের ৪২তম মিনিটে আবদুল শহীদ ফিল্ড গোল করেন। শেষ কোয়ার্টারের শুরতেই ফিল্ড গোল করেন অধিনায়ক উমর ভুট্টো। ৫৩তম মিনিটে এজাজ আহমেদ ফিল্ড গোল করেন। আর শেষ মিনিটে গজনফর আলী গোল করলে বাংলাদেশ ৮-০ ব্যবধানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে।

এর আগে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরে প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে ২-১ গোলে জিতেছিল। পরে মালয়েশিয়ার কাছে ৮-১ গোলে হেরে ৩ পয়েন্ট নিয়ে পুল ‘বি’-তে তৃতীয় হয়েছিল দল। পরে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৪-২ গোলে হারিয়ে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে খেলার টিকেট পেয়েছিল বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here