কলেরার টিকা কার্যক্রম শুরু হচ্ছে ২৬ জুন

কলেরার মুখে খাওয়ার টিকা কার্যক্রম আগামী ২৬ জুন থেকে শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কলেরার টিকা বিষয়ে আমরা আজকেও আলোচনা করেছি। আরও আগেই এই টিকা কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু যেসব জায়গায় আমরা টিকা পাঠিয়েছি, সে জায়গাগুলোতে কলেরা সংক্রমণ কমে এসেছে। ২৬ জুন টিকা দেওয়ার জন্য প্রতিটি কেন্দ্রে সকল ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।’

জাহিদ মালেক জানান, অন্তঃসত্ত্বা ব্যতীত ১ বছরের বেশি সবাইকে এই টিকা দেওয়া হবে। ডায়রিয়ার প্রকোপ মোকাবিলায় রাজধানীর ঝুঁকিপূর্ণ পাঁচটি এলাকার ২৩ লাখ মানুষকে মুখে খাওয়ার এই টিকা দেওয়া হবে। দুই ডোজ টিকা কর্মসূচির প্রথম ডোজ দেওয়া হবে। পরে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

প্রথম ধাপে রাজধানীর পাঁচটি এলাকায় এই টিকা কার্যক্রম চলবে। সেগুলো হলো যাত্রাবাড়ী, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর ও সবুজবাগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here