Home খেলা টাইব্রেকারে পেরুকে হারিয়ে বিশ্বকাপে অস্ট্রেলিয়া

টাইব্রেকারে পেরুকে হারিয়ে বিশ্বকাপে অস্ট্রেলিয়া

0

আন্তঃমহাদেশীয় প্লে-অফে টাইব্রেকারে পেরুকে ৫-৪ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। বদলি নেমে গোলরক্ষক অ্যান্ড্রু রেডমেইন ব্যবধান গড়ে দেন। টাইব্রেকারে তিনি ডান দিকে ঝাঁপিয়ে পেরুর আলেক্স ভালেরার শট ঠেকিয়ে ক্যাঙ্গারুর দেশকে বিশ্বকাপে নিয়ে যান।

সোমবার রাতে কাতারের আহমাদ বান আলি স্টেডিয়ামে এ জয়ে টানা পঞ্চম ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে খেলবে অস্ট্রেলিয়া। আসরে দলটি ‘ডি’ গ্রুপে খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স, ডেনমার্ক ও তিউনিসিয়ার বিপক্ষে।

এদিন ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। ফলে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। যেখানে প্রথম শটেই গোল করতে ব্যর্থ হন অস্ট্রেলিয়ার মার্টিন বয়েল। তবে পরের পাঁচটি শটেই ঠিকানা খুঁজে পায় তারা।

এদিকে পেরুর তৃতীয় শটে গোল পাননি ডিফেন্ডার লুইস আদভিনকুলা। ১১৬তম মিনিটে ক্রিস্তিয়ান কুয়েভার চোটের জন্য মাঠ ছাড়লে বদলি নামেন ভালেরা। তার শটই ঠেকিয়ে দলকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নিয়ে যান রেডমেইন।

বিশ্বকাপের ৩১তম দল হিসেবে অস্ট্রেলিয়া বিশ্বকাপে জায়গা করে নিল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here