Home বিশ্ব বুরকিনা ফাসোয় সশস্ত্র বিদ্রোহীদের হামলায় নিহত ৫০

বুরকিনা ফাসোয় সশস্ত্র বিদ্রোহীদের হামলায় নিহত ৫০

0

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে একটি গ্রামে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় অন্তত ৫০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সরকারি একজন মুখপাত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনি ও রোববার দেশটির সেনো প্রদেশের সেতেঙ্গা এলাকায় রাতে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী। সীমান্তবর্তী এলাকাটি এমন এক জায়গায় অবস্থিত যেখানে আল-কায়েদা এবং আইএসআইস এর সঙ্গে সম্পৃক্ত যোদ্ধারা সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে থাকে। তবে হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

সোমবার সরকারের মুখপাত্র লিওনেল বিলগো সোমবার বলেছেন, ওই গ্রামে হামলার পর সেনাবাহিনীর সদস্যরা এখন পর্যন্ত ৫০টি মৃতদেহ উদ্ধার করেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।

সশস্ত্র বিদ্রোহীদের হামলায় নিহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা সোমবার বাতাসংস্থা রয়টার্সকে বলেছেন, হামলায় অন্তত ১০০ জন প্রাণ হারিয়েছেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একটি স্থানীয় সূত্র জানিয়েছে, হামলায় নিহতের সংখ্যা ১৬৫।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here