টেলিফোন কইরা নৌকারটা দিয়া দিলো : সাক্কু

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বেসরকারিভাবে ঘোষণা করা ফলে পরাজিত হয়ে টেবিলঘড়ি প্রতীকে নির্বাচন করা মনিরুল হক সাক্কু বলেছেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

আজ বুধবার রাতে ভোট গণনা কেন্দ্রে সাংবাদিকদের কাছে তিনি এই প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ। তাদের তো কোমরই নাই, মেরুদণ্ডই নাই। মেরুদণ্ড থাকলে এভাবে করে? আমার ১০১ কেন্দ্র ঘোষণা হয়েই গেছে। আর চারটা কেন্দ্র আছে। এজেন্ট বলল, চারটার ফল দিলে আমরা চলে যাই। উনি দেড় ঘণ্টা ঘুরাতে শুরু করল। টেলিফোন কইরা নৌকারটা দিয়া দিলো।’

এর আগে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী ভোট গণনা শেষে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে শাহেদুন্নবী চৌধুরী জানান, ১০৫টি কেন্দ্রের ফলাফলে রিফাত পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।

রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, সিটির ২৭টি ওয়ার্ডে ইভিএমে ভোট নেওয়া হয়। এবার নির্বাচনে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ জন, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। আর হিজড়া ভোটার দুই জন। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here