‘ভোটের পরিবেশ ভালো, তবে ইভিএম মেশিনগুলো ডিসটার্ব করছে’

0
90

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোট দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় হোচ্চা মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক এই মেয়র।

পরে সাংবাদিকদের তিনি বলেন, ‌‌‘ভোটের পরিবেশ মোটামুটি সুষ্ঠুর মতোই দেখছি। বৃষ্টি হচ্ছে। আবহাওয়া ভালো হলে আরও বেশি মানুষ আসতে পারতেন।’

তবে ইভিএম মেশিনগুলো ডিসটার্ব করছে জানিয়ে সাক্কু বলেন, ‘মেশিনে টিপ দিলে (প্রতীকের) ছবি উঠছে না। প্রিসাইডিং অফিসারকে জানিয়েছি।’

এ সময় ভোট সুষ্ঠুভাবে হলে জয়ী হবেন উল্লেখ করে এই মেয়র প্রার্থী আরও বলেন, ‘তবে রায় যা হবে মেনে নেবো।’

এবার কুমিল্লা সিটি নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০। তাদের মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬। আর হিজড়া ভোটার ২ জন।

এবারের নির্বাচনে মেয়র পদে ৫, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ প্রার্থী হয়েছেন। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডেই ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here