Home বিশ্ব ‘নূপুর শর্মাকে দিল্লির মুখ্যমন্ত্রী প্রার্থীও করা হতে পারে’

‘নূপুর শর্মাকে দিল্লির মুখ্যমন্ত্রী প্রার্থীও করা হতে পারে’

0

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বরখাস্ত হওয়া বিজেপি-মুখপাত্র নূপুরশর্মাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তার আশঙ্কা, মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা এই নূপুর শর্মাকে দিল্লির মুখ্যমন্ত্রী প্রার্থীও করা হতে পারে।

ভারতের আইন অনুযায়ী নূপুর শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলেও জানান ওয়াইসি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

নূপুর শর্মাকে এখন ভারতের একজন বড় নেত্রী হিসেবে উপস্থাপন করা হবে এবং দিল্লির মুখ্যমন্ত্রী পদের প্রতিদ্বন্দ্বীও বানানো হতে পারে বলে আশঙ্কা করেন হায়দরাবাদের মুসলিম নেতা ওয়াইসি।

ওয়াইসি বলেন, আমরা সংবিধান অনুযায়ী ব্যবস্থা চেয়েছি। আমি জানি, আগামী ছয়-সাত মাসের মধ্যে নূপুর শর্মাকে বড় নেত্রী বানানো হবে। নূপুর শর্মাকে দিল্লির মুখ্যমন্ত্রী প্রার্থীও করা হতে পারে।

আসাদউদ্দিন ওয়াইসি আরও বলেন, বিজেপি নূপুর শর্মাকে রক্ষা করছে। আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, কিন্তু এ ব্যাপারে তিনি একটি কথাও বলছেন না।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here