Home খেলা রাশিয়ান ক্লাবে যোগ দিয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়ছেন পোলিশ ফুটবলার

রাশিয়ান ক্লাবে যোগ দিয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়ছেন পোলিশ ফুটবলার

0

রাশিয়ার এক ক্লাবের সঙ্গে চুক্তি শেষে সেই দেশের আরেক ক্লাবে যোগ দেওয়ায় আসছে কাতার বিশ্বকাপে মাচেই রিবুসকে দল থেকে বাদ দিতে যাচ্ছে পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। পোল্যান্ড জাতীয় দলের এই ডিফেন্ডার দেশটির হয়ে ৬৬টি ম্যাচ খেলেছেন।

রাশিয়ার ইউক্রেন হামলার পর বেশিরভাগ বিদেশি ফুটবলার রুশ ক্লাব ছেড়ে দিয়েছেন। তবে লোকোমোতিভ মস্কোয় খেলা লেফট-ব্যাক রিবুস চলতি মাসে চুক্তিবদ্ধ হয়েছেন স্পার্তাক মস্কোর সঙ্গে।

সোমবার এক বিবৃতিতে পোল্যান্ডের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা রিবুসকে বিবেচনা না করার সিদ্ধান্ত নেয়।

এদিকে পোল্যান্ড কোচ মিকনিয়েভেস ইতোমধ্যে রিবুসকে সেপ্টেম্বরে জাতীয় দলের ক্যাম্পে ডাকা হবে না বলে জানিয়ে দিয়েছেন। এছাড়া বিশ্বকাপের দলের জন্যও তিনি থাকবেন না।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here