পেট্রোলের দাম লিটারে বাড়ল ৪৪ টাকা, ডিজেলে ৩৪

0
164

জ্বালানি তেলের দাম আরেক দফা বাড়ল সরকার। নতুন দাম অনুযায়ী পেট্রোলের দাম লিটারে ৪৪ টাকা, ডিজেলের ৩৪ টাকা, অকটেনের ৪৬ টাকা বাড়ানো হয়েছে।

এখন থেকে গ্রাহকদের এক লিটার ডিজেল ও কেরোসিন কিনতে লাগবে ১১৪ টাকা, অকটেন কিনতে লাগবে ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা।


আজ শুক্রবার রাতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বাংলাদেশের তুলনায় অনেক বেশি হওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), ইস্টার্ণ রিফাইনারী লিমিটেডের (ইআরএল) পরিশোধিত এবং আমদানি/ক্রয়কৃত ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্য সমন্বয় করে ভোক্তা পর্যায়ে এই দাম পুনঃনির্ধারণ করা হলো।

এর আগে গত বছর নভেম্বরে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। সে সময় ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়। তাতে দাম হয়েছিল লিটারপ্রতি ৮০ টাকা। তার আগে এই দুই জ্বালানি তেলের দাম ছিল লিটারপ্রতি ৬৫ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here