Thursday, September 19, 2024
Homeখেলাবার্সেলোনা শিরোপা জিতবে: লেভানদোভস্কি

বার্সেলোনা শিরোপা জিতবে: লেভানদোভস্কি

নতুন মৌসুমের শুরুতেই হোঁচট খেয়েছে বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে রায়ো ভায়োকানোর সঙ্গে গোলশূন্য ড্রয়ে লা লিগায় বাজে সূচনা পেয়েছে কাতালান ক্লাবটি। লিগে তাদের পরবর্তী পরীক্ষা রিয়াল সোসিয়েদাদের মাঠে। রোববার বাংলাদেশ সময় রাত ২টায় মুখোমুখি হবে দুই দল। তার আগে ভক্তদের আশার বাণী শোনালেন রবার্ট লেভানদোভস্কি। চলতি মৌসুমে বার্সা শিরোপা জিতবে- এমন প্রতিশ্রুতিই দিয়েছেন পোলিশ স্ট্রাইকার।

কাতালান ক্লাবে নতুন সদস্য লেভানদোভস্কি। সবশেষ ট্রান্সফার উইন্ডোতে দলবদলের হাওয়ায় গা ভাসান তিনি। স্পেনে পাড়ি জমিয়েছেন বায়ার্ন মিউনিখ ছেড়ে। বুন্দেসলিগার জার্মান জায়ান্টদের গোলমেশিন ছিলেন পোলিশ তারকা। সেখানে শেষ মৌসুমগুলোতে গোলবন্যায় ভেসে বায়ার্নকে একাধিক শিরোপা জেতান। এরপরও কেন দলবদল? এমন প্রশ্নের ব্যাখ্যায় লেভানদোভস্কি বলেছেন, ‘যখন আমি প্রথম তথ্য পেলাম যে বার্সেলোনা আমাকে ক্লাবে আনতে আগ্রহী, তখন থেকেই জানতাম যে এটা আমার এবং ক্লাবের জন্য উপযুক্ত সময় ছিল। আমি আমার পুরো জীবন একটি লিগে খেলতে চাইনি। বুন্দেসলিগায় আমি ভালো অনুভব করছিলাম, কিন্তু আমি জানতাম যে লা লিগায় যাওয়ার এবং আমার ক্যারিয়ারে এই পরবর্তী পদক্ষেপ নেওয়ার এটাই সঠিক সময়।’

লেভানদোভস্কির নতুন ক্লাব শিরোপা জিততে ভুলে গেছে। কোনো ট্রফি ছাড়াই গত মৌসুমটা পার করেছে বার্সা। লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপে ব্যর্থ হয় কাতালান ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগেও বেশিদূর এগোতে পারেনি জাভি হার্নান্দেজের শিষ্যরা। বাদ পড়ে কোয়ার্টার ফাইনালে। সেই ব্যর্থতা ঘুচাতেই পোলিশ তারকাকে জার্মানি থেকে উড়িয়ে এনেছেন ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। নতুন ঠিকানায় কঠিন চ্যালেঞ্জটা ভালোভাবেই টের পাচ্ছেন লেভানদোভস্কি, ‘এটা আমার জন্য উল্লেখযোগ্য মুহূর্ত এবং একটি বিশাল চ্যালেঞ্জও, তবে এর জন্য প্রস্তুত আমি। লা লিগায় খেলা আমার জন্য সবসময়ই স্বপ্ন ছিল এবং এখন আমি এখানে বার্সেলোনায় এসেছি।’

তিনি যোগ করেন, ‘এখানে এসে আমি খুব খুশি এবং আমরা এই নতুন মৌসুমের জন্য অপেক্ষা করছি। অবশ্যই এটা আমাদের জন্য দারুণ একটি মৌসুম হবে। এটা এমন একটি মৌসুম হবে যা শেষ পর্যন্ত বার্সেলোনার সব ভক্তদের আনন্দে ভাসাবে। ক্লাবের শিরোপাখরা কাটানোর মৌসুম এটা এবং আমি মনে করি যে এটাই কিছু শিরোপা জয়ের উপযুক্ত মুহূর্ত। আমি নিশ্চিত যে আমরা এটিই করব।’

- Advertisment -
Google search engine

Most Popular