Thursday, September 19, 2024
Homeঅর্থনীতিহিলি স্থলবন্দরে আমদানি রফতানি শুরু

হিলি স্থলবন্দরে আমদানি রফতানি শুরু

সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী ও সাপ্তাহিক ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রফতানিসহ বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে।

শনিবার (২০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট।

তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী ও সাপ্তাহিক ছুটি শেষে আজ সকাল থেকে এ বন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি রফতানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে।

হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, শুভ জন্মাষ্টমী সরকারি ছুটি উপলক্ষে পোর্টের অভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ ছিলো। আজ শনিবার সকাল থেকে পোর্ট অভ্যন্তরীণ সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি বদিউজ্জামান বলেন, জন্মাষ্টমী উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

- Advertisment -
Google search engine

Most Popular