Home খেলা ক্রিকেট যে পাঁচ কারণে ভারতের কাছে হেরেছে পাকিস্তান

যে পাঁচ কারণে ভারতের কাছে হেরেছে পাকিস্তান

0

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়েছিল ভারত। তবে এবার এশিয়া কাপে জিতে মর্যাদা নিজেদের দিকে নিয়ে এলো দলটি। শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারাল ভারত। ইনিংসের শেষ ৩ বলে ৬ রানের দরকার হলে মোহাম্মদ নওয়াজের বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন হার্দিক পান্ডিয়া।

রোববার এশিয়া কাপে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে চিরপ্রতিদ্বন্দ্বী দুদল। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যালশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান।


প্রথমে ব্যাট করা পাকিস্তান ভারতের বোলিং তোপে ১৯.৫ ওভারে ১৪৭ রানে অলআউট হয় দলটি। জবাবে ৫ উইকেট হারিয়ে ও ২ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ভারতের জয়ে ব্যাট-বলে দারুণ অবদান রেখে ম্যাচ সেরা হন পান্ডিয়া।


ভারতীয় এক সংবাদমাধ্যম ভারতের কাছে পাকিস্তানের হারকে পাঁচটি কারণ দিয়ে ব্যখ্যা দিয়েছে।

১, গুরুত্বপূর্ণ টস জেতা। পাকিস্তান অধিনায়ক বাবর আজমও বলেছিলেন, তিনি টস জিতলে ফিল্ডিং নিতেন।

২, ১৫তম ওভারে হার্দিক পান্ডিয়ার দুই উইকেট তুলে নেওয়া। জমে যাওয়া এবং বিপজ্জনক দেখানো মোহাম্মদ রিজওয়ানকে ফেরান প্রথম বলে। খুশদিল শাহকে ফেরান তৃতীয় বলে।

৩, দুর্দান্ত বোলিং ভুবনেশ্বর কুমারের। নিজের দ্বিতীয় ওভারেই ফেরান বাবর আজমকে। পরে পাকিস্তানের মিডল অর্ডারকে ভাঙেন। তুলে নেন শাদাব খান, আসিফ আলীর উইকেট। মোট চার উইকেট নেন ভুবি।

৪, ভুবনেশ্বর, হার্দিক এবং রবীন্দ্র জাদেজার ওভারে রানই করতে পারেননি পাকিস্তানের ব্যাটাররা। তিন জনের ১০ ওভারে ওঠে মাত্র ৬২ রান।

৫, পঞ্চম উইকেটে হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার ৫২ রানের জুটি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here