Home খেলা ক্যারিয়ারের শেষ টুর্নামেন্টে দারুণ শুরু সেরেনার

ক্যারিয়ারের শেষ টুর্নামেন্টে দারুণ শুরু সেরেনার

0

শেষের অপেক্ষাটা বাড়িয়ে ভক্তদের খুশি করলেন সেরেনা উইলিয়ামস। ক্যারিয়ারের শেষ গ্র্যান্ডস্লামে খেলতে নেমে শুরুটা দারুণ করলেন সেরেনা উইলিমায়স। ইউএস ওপেন টেনিসের প্রথম রাউন্ডে মন্টিনেগ্রো-র ডানকা কোভিনিচকে স্ট্রেট সেট ৬-৩, ৬-৩ হারালেন সেরেনা। চোট সারিয়ে চলতি মৌসুমে কোর্টে ফিরে শুধুমাত্র উইম্বলডনেই খেলেছিলেন ৪০ বছরের সেরেনা। কিন্তু চলতি বছর উইম্বলডনের প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিলেন সেরেনা।

কয়েকদিন আগে সিনসিনাটি মাস্টার্সের প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছিলেন তিনি। অনেকেই তাই ভেবেছিলেন, ক্যারিয়ারের শেষদিনটা তাই সেরেনার গতকাল রাতেই হয়ে যেতে পারে। কিন্তু সেসব জল্পনা উড়িয়ে দারুণ টেনিস খেলে নিজের ক্যারিয়ার আরও সামনে টেনে নিয়ে গেলেন ২৩টি গ্র্যান্ডস্লাম জয়ী এই মার্কিন টেনিস তারকা।

প্রসঙ্গত সেরেনা সিঙ্গলসে মোট ৬বার ইউএস ওপেন জিতেছেন। নিজের দেশে পেশাদার ক্যারিয়ারের শেষ টুর্নামেন্টে সেরেনা কত দুর যায় তাই সবার নজর সে দিকেই থাকবে। দ্বিতীয় রাউন্ডে সেরেনার সামনে এবার খেলবেন আনেট কোনটাভাইটের বিরুদ্ধে। দিদি ভেনাস উইলিয়ামসের সঙ্গে জুটি বেঁধে সেরেনা চলতি বছর ইউএস ওপেনে ডবলসেও শেষবারের জন্য নামছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here