Friday, September 20, 2024
Homeবাংলাদেশএখনো ভেন্টিলেশনেই সেব্রিনা ফ্লোরা, তবে অবস্থার উন্নতি

এখনো ভেন্টিলেশনেই সেব্রিনা ফ্লোরা, তবে অবস্থার উন্নতি

সিঙ্গাপুরে চিকিৎসাধীন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এখনো ভেন্টিলেশনেই রয়েছেন। তবে তার শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।

গতকাল শুক্রবার রাতে তিনি বলেন,‌ ‘উনার (সেব্রিনা ফ্লোরা) হাজবেন্ডের সঙ্গে প্রতিদিনই আমার যোগাযোগ হয়। শুক্রবারও কথা হয়েছে।’

ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, ‘আজ যে তথ্য পেয়েছি, উনার দুটো ল্যাপারোস্কপিক সার্জারি হয়েছে। কিডনি এখন কাজ করছে। হার্টও ভালো আছে। ফুসফুসও আগের চেয়ে ভালো আছে। তবে তিনি এখনো ভেন্টিলেশন সাপোর্টে আছেন।’

শারীরিক অসুস্থতা ধরা পড়লে গত জুলাই মাসে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় সেব্রিনা ফ্লোরাকে। অবস্থার উন্নতি না হওয়ায় অগাস্টের মাঝামাঝিতে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তার অবস্থা সঙ্কটাপন্ন হয়ে উঠেছিল। এখন পরিস্থিতি উন্নতির দিকে।

- Advertisment -
Google search engine

Most Popular