Home বিশ্ব যুদ্ধ ঠেকাতে ৮৮ বার রাশিয়ার সঙ্গে কথা বলেছি: জেলেনস্কি

যুদ্ধ ঠেকাতে ৮৮ বার রাশিয়ার সঙ্গে কথা বলেছি: জেলেনস্কি

0

‘ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ ঠেকাতে ৮৮ বার রাশিয়ার সঙ্গে কথা বলেছি’ বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া রেকর্ডকৃত ভাষণে তিনি এ দাবি করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।

জেলেনস্কি তার পূর্ব থেকে রেকর্ড করা ভাষণে বলেন, ‘আমি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে এ বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্নভাবে রাশিয়ার সঙ্গে অন্তত ৮৮ বার কথা বলেছি। তার পরও যুদ্ধ ঠেকানো যায়নি। রাশিয়া আগ্রাসন বন্ধের পরিবর্তে পূর্ণ মাত্রায় হামলা করে বসে। এমন পরিস্থিতিতে আমাদের আত্মরক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না।’

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ‘বিশেষ সামরিক অভিযান’ নাম দিয়ে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর যুদ্ধবিরতির জন্য বেশ কয়েক দফা উদ্যোগ নেওয়া হলেও কার্যত কোনো ফল আসেনি। দীর্ঘ সাত মাস ধরে যুদ্ধ চলছে দেশ দুটির মধ্যে। ইতোমধ্যে শত শত মানুষ প্রাণ হারিয়েছে। উদ্বাস্তু হয়েছে লাখ লাখ মানুষ। বিধ্বস্ত হয়েছে ইউক্রেনের অনেক শহর।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here