Home ফিচার কুয়েতে বিশ্ব কোরআন প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে ৩ বাংলাদেশি হাফেজ

কুয়েতে বিশ্ব কোরআন প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে ৩ বাংলাদেশি হাফেজ

0

কুয়েতে ১১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছেন তিন বাংলাদেশি হাফেজ। ১১৭টি দেশের সঙ্গে প্রতিযোগিতায় লড়বেন অনূর্ধ্ব-১৩ গ্রুপে সিরাজগঞ্জের হাফেজ আবু রাহাত, অনূর্ধ্ব-৩৫ গ্রুপে কুমিল্লার হাফেজ তাওহিদ উবায়দুল্লাহ ও কেরাত প্রতিযোগিতায় অনূর্ধ্ব-৪৫ গ্রুপে ময়মনসিংহ জেলার কারী আবু সালেহ মুসা।

গত বুধবার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার উদ্বোধন হয়। আগামী ১৯ অক্টোবর চূড়ান্ত বিজয়ী প্রথম স্থান ,দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান ঘোষণা করা হবে।

বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম আয়োজিত কুয়েতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে প্রতিযোগিতার মাধ্যমে মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার দুজন শিক্ষার্থী দুটি গ্রুপে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়। গত মঙ্গলবার কুয়েত পৌঁছান বাংলাদেশি তিন এই প্রতিযোগী।


প্রতিযোগী হাফেজ আবু রাহাত বলেন, ‘আমি দেশের হয়ে কুয়েতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। সবাই দোয়া করবেন আমি যেন বাংলাদেশের লাল সবুজের সম্মান বয়ে আনতে পারি।’

ক্বারি আবু সালেহ মাহা. মুসা বলেন, ‘বাংলাদেশ হতে নির্বাচিত হয়ে কুয়েতে কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছি। আমার সঙ্গে আরও দুই ভাই অংশগ্রহণ করেছে কোরআন প্রতিযোগিতায়। দোয়া করবেন আমরা যেন দেশে সুনাম বয়ে আনতে পারি।’

মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক শায়েখ নেছার আহমাদ আন নাছিরী বলেন, ‘সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহারাইনে বিভিন্ন সময়ে বাংলাদেশি প্রতিযোগীরা বিজয়ী হয়েছে। কুয়েতে হতে পারেনি। ইনশাআল্লাহ আমরা আশাবাদী এই বার আমাদের ছেলেরা বিজয়ী হবে। সবাই আমাদের তিন প্রতিযোগীর জন্য দোয়া করবেন।’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here