Monday, September 16, 2024
Homeবিশ্বএশিয়াএকমাসে ৬০০ এলাকা পুনরুদ্ধার করলো ইউক্রেন

একমাসে ৬০০ এলাকা পুনরুদ্ধার করলো ইউক্রেন

গত একমাসে রুশ বাহিনীর দখলকৃত ৬০০টির বেশি এলাকা পুনরুদ্ধার করেছে ইউক্রেনীয় বাহিনী। দুই দেশের মূল লড়াই চলছে মূলত ইউক্রেনের খারকিভ, জাপোরিঝিয়া, খেরসন, লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলে। এই পরিস্থিতিতে খেরসনের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া।

সম্প্রতি ইউক্রেনের জাপোরিঝিয়া, খেরসন, লুহানস্ক ও দোনেৎস্কের প্রায় ৯০ হাজার বর্গকিলোমিটার এলাকা রুশ ফেডারেশনে যুক্ত করা হয়। যুক্ত করার ঘোষণা দেওয়ার পরপরই পাল্টা হামলা জোরদার করে ইউক্রেনের বাহিনী।

‘ইউক্রেনস মিনিস্ট্রি ফর রিইন্টিগ্রেশন’ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গত এক মাসে ৬০০টির বেশি এলাকা পুনরুদ্ধার করতে পেরেছে। এর মধ্যে খেরসনের গুরুত্বপূর্ণ ৭৫টি এলাকা রয়েছে। সবচেয়ে বেশি এলাকা উদ্ধার করা হয়েছে খারকিভ অঞ্চলে। সেখানকার ৫০২টি এলাকা দখলমুক্ত করা হয়েছে। এ ছাড়া দোনেৎস্কের ৪৩টি এলাকা ও লুহানস্কের সাতটি এলাকা পুনরুদ্ধার করা হয়েছে।

- Advertisment -
Google search engine

Most Popular