Monday, September 16, 2024
Homeফিচারঢাকায় ৫ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে

ঢাকায় ৫ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আজও ৫ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হতে পারে। বুধবার ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) দেওয়া লোডশেডিংয়ের তালিকায় এমন তথ্য পাওয়া গেছে।

সরকারের ঘোষণা অনুযায়ী, ১৯ জুলাই থেকে দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়। তালিকায় প্রথম দিকে এক ঘণ্টা করে শিডিউল থাকলেও এখন সেটি বেড়ে গেছে।


ডিপিডিসি ও ডেসকোর তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, তাদের অধিকাংশ এলাকাতেই চার থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ের শিডিউল রাখা হয়েছে।


চলতি অক্টোবর থেকে লোডশেডিং কমবে বলে জানিয়েছিল সরকার, কিন্তু তা হয়নি। বরং লোডশেডিং আরও বেড়েছে। মৌসুমি বায়ু বিদায় নেওয়ার এই সময়ে গরম বেড়েছে। সঙ্গে রয়েছে লোডশেডিং। এই দুই মিলিয়ে রাজধানীবাসীর অবস্থা নাকাল।

- Advertisment -
Google search engine

Most Popular