Friday, September 20, 2024
Homeবিশ্বযে কারণে ভেঙেছে গুজরাটের ঝুলন্ত ব্রিজ

যে কারণে ভেঙেছে গুজরাটের ঝুলন্ত ব্রিজ

ভারতের গুজরাটের মচ্ছু নদীর ওপর ঐতিহাসিক ঝুলন্ত ব্রিজটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় ছিল। গতকাল রোববার ব্রিজটি ভেঙে ১৪০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

ভারতের সংবাদমাধ্যমগুলো জানায়, প্রায় এক শতাব্দী আগে ব্রিজটি নির্মাণ করা হয়। এক বছর আগে এই ব্রিজের সংস্কার করা হয়েছিল। এরপর দিন কয়েক আগেই দেওয়ালির আগে সেটি খুলে দেওয়া হয়। আর সেই সেতুই ভেঙে পড়ল রোববার।

ব্রিটিশ আমলে ২৩০ মিটার লম্বা এই ব্রিজ তৈরি হয়েছিল। এটির সংস্কারের জন্য প্রায় ৬ মাস ধরে বন্ধ ছিল। গত সপ্তাহে এটি খুলে দেওয়া হয়। তারপরেই এই ভয়াবহ দুর্ঘটনা।

এদিকে দুর্ঘটনার সময় ওই ব্রিজের ওপর অন্তত ৫০০ লোক ছিলেন বলে জানা গেছে। এ কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার মধ্যে শতাধিক মানুষ পড়ে যান নদীতে।

এই ব্রিজ থেকে অন্তত ৫০০ মিটার দূরে থাকেন পঙ্কজ ত্রিবেদী নামে এক বাসিন্দা। তিনি বলেন, ‘বহু দশক ধরে এই ব্রিজটি দেখছি। কিন্তু আগে কোনোদিন এমন দুর্ঘটনা হয়নি। আমি শহরের বাইরে ছিলাম। তখনই শুনতে পাই ব্রিজ ভেঙে পড়েছে। আসলে ক্ষমতার তুলনায় বেশি লোক চেপেছিলেন ব্রিজে। যে কারণে এ দুর্ঘটনা ঘটেছে।’

এদিকে মৌরবি পুরসভা ওরেভা গ্রুপকে এই ব্রিজের দেখভালের দায়িত্ব দিয়েছিল। যারা অজন্তা ঘড়ির প্রস্তুতকারক।

- Advertisment -
Google search engine

Most Popular