Home খেলা জামাইকে বিশ্বকাপ দল থেকে বাদ দিলেন শ্বশুর

জামাইকে বিশ্বকাপ দল থেকে বাদ দিলেন শ্বশুর

0

কাতার বিশ্বকাপ ফুটবলের মহাযুদ্ধে নামার আগে সব প্রস্তুতি সেরে রেখেছে অংশগ্রহণকারী ৩২ দেশ। অনেক দেশই তাদের দল ঘোষণা করেছে। ইতোমধ্যে কাতারে পৌঁছে গেছে টিম আর্জেন্টিনা। অন্যদের মতো দেশটিও তাদের দল ঘোষণা করেছে। আর সেই ২৭ সদস্যের দলে ঠাঁই হয়নি কোচ গ্রাহাম আর্নোল্ডের মেয়ের জামাই ট্রেন্ট সেইন্সবুরির।

অস্ট্রেলিয়া দলের অন্যতম অভিজ্ঞ ডিফেন্ডার ট্রেন্ট সেইন্সবুরি।দেশের হয়ে ৫৮ ম্যাচে খেলেছেন তিনি। জাতীয় দলের কোচ তার শ্বশুর হন। আর শ্বশুরই কিনা জামাইকে কেটে ফেললেন বিশ্বকাপ দল থেকে।

এ ঘটনায় ফুটবল বিশ্বের অনেকেই বিস্মিত। কারণ, কাতারের ক্লাব আল ওকরাহাতে খেলেন ট্রেন্ট সেইন্সবুরি। আর বিশ্বকাপ ভেন্যুও কাতারে। সেখানের আবহাওয়া, মাঠ, কন্ডিশন সবই চেনা তার। আর এমন খেলোয়াড়কেই দলে নিলেন না কোচ গ্রাহাম আর্নোল্ড!

উল্লেখ্য, প্লে-অফে পেরুর সঙ্গে রোমাঞ্চকর লড়াই শেষে কাতার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। গ্রুপ ডি-তে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স, ডেনমার্ক ও তিউনিশিয়ার বিপক্ষে লড়াই করতে হবে তাদের।

২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে শেষ ষোলোতে খেলা ছিল তাদের ইতিহাসের সেরা সাফল্য। যদিও গত দুই আসরে কোনো ম্যাচ জিততে পারেনি তারা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here