Home খেলা চ্যাম্পিয়ন ফ্রান্সের বিশ্বকাপ দল ঘোষণা

চ্যাম্পিয়ন ফ্রান্সের বিশ্বকাপ দল ঘোষণা

0

কাতার বিশ্বকাপের জন্য ২৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। তবে দলে ইনজুরির ঝামেলা থাকরেও অভিজ্ঞদের ওপরই ভরসা রেখেছেন কোচ দিদিয়ের দেশম। তবে এই দলে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ফেরলঁদ মঁদি।

কিন্তু অভিজ্ঞ স্ট্রাইকার অলিভিয়ে জিরুদের ওপর আস্থা রেখেছেন কোচ। জিরুদ ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা থিয়েরি অঁরির ৫১ গোলের রেকর্ড ছোঁয়া থেকে দুই গোল কম নিয়ে দুইয়ে আছেন।

ফরাসিদের অবশ্য ভোগাতে পারে মিডফিল্ডার পল পগবা ও এনগোলো কঁতের অনুপস্থিতি। ২০১৮ বিশ্বকাপ জয়ের মিশনে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তারা।

চোট সমস্যা আছেন এবারের ব্যালন ডি’অর জয়ী স্ট্রাইকার করিম বেনজেমা, সেন্টার-ব্যাক প্রেসনেল কিম্পেম্বে ও ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার রাফায়েল ভারানের।

আগামী ২০ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ। এর জন্য চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণার শেষ সময় ১৪ নভেম্বর। যেখানে ফ্রান্স খেলবে ‘ডি’ গ্রুপে। সেখানে তাদের তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনিসিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ নভেম্বরের ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

ফ্রান্স দল:

গোলরক্ষক: উগো লরিস (টটেনহ্যাম হটম্পার), আলফুঁস আরিওলা (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), স্তিভ মাঁদাঁদা (রেন)

ডিফেন্ডার: লুকা এরনঁদেজ (বায়ার্ন মিউনিখ), থিও এরনঁদেজ (এসি মিলান), প্রেসনেলে কিম্পেম্বে (পিএসজি), জুল কুন্দে (বার্সেলোনা), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), বাঁজামাঁ পাভার্দ (বায়ার্ন মিউনিখ), উইলিয়াম সালিবা (আর্সেনাল, দায়দ উপেমেকানো (বায়ার্ন মিউনিখ), রাফায়েল ভারানে (ম্যানচেস্টার ইউনাইটেড)

মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), ইউসুফ ফোফানা (মোনাকো), মাতেও গেনদুজি (অলিম্পিক মার্সেই), আদ্রিওঁ রাবিও (ইউভেন্তুস), অহেলিয়া চুয়ামেনি (রিয়াল মাদ্রিদ), জরদাঁ ভেরেতু (অলিম্পিক মার্সেই)

ফরোয়ার্ড: করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ), কিংসলে কোমান (বায়ার্ন মিউনিখ), উসমান দেম্বেলে (বার্সেলোনা), অলিভিয়ে জিরুদ (এসি মিলান), অঁতোয়ান গ্রিজমান (আতলেতিকো মাদ্রিদ), কিলিয়ান এমবাপে (পিএসজি), ত্রিস্তোফা এনকুনকু (লাইপজিগ)

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here