Saturday, June 22, 2024
Homeবিশ্বইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, আহত ৩০০

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, আহত ৩০০

ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় আজ সোমবার ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও ৩০০ জন। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে।

সিয়ানজুর প্রশাসনের প্রধান হেরম্যান সুহেরমান মেট্রো টিভিকে বলেছেন, এখন আমি যে তথ্য পেয়েছি শুধুমাত্র এই হাসপাতালেই অন্তত ২০ জন মারা গেছে, এছাড়া অন্তত ৩০০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানিয়েছেন, ভূমিকম্পের কারণে ভবনের ধ্বংসাবশেষে আটকা পড়ায় তাদের অধিকাংশেরই হাড় ভেঙ্গে গেছে।সিয়ানজুরের পুলিশ প্রধান ধনি বলেন, ভূমিকম্পে আমরা এক নারী ও শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি। কিন্তু তৃতীয়জন মারা গেছেন। এখন পর্যন্ত আপনাদের কাছে এই তথ্য শেয়ার করতে পারি।

ইন্দোনেশিয়ার স্থানীয় মিডিয়ায় সিয়ানজুরের বেশ কিছু ভবনের ছাদ ধসে পড়া দেখিয়েছে। এ ছাড়া দেশটির আবহাওয়া সংস্থা, আরও কম্পন হতে পারে বলে বাসিন্দাদের সতর্ক করেছে।

- Advertisment -
Google search engine

Most Popular