Home বিশ্ব বাড়ছে বিক্ষোভ, চ্যালেঞ্জের মুখে শি

বাড়ছে বিক্ষোভ, চ্যালেঞ্জের মুখে শি

0

চীনে ক্রমেই করোনার বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ছে। টানা তৃতীয় দিনের মতো দেশটির শতশত মানুষ বিক্ষোভে নেমেছে। এই বিক্ষোভ দেশটিতে সদ্য তৃতীয়বারের মতো প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া শি জিনপিংয়ের জন্য বড় পরীক্ষা বলে গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে।

বিবিসি বলছে, বেইজিং ও নানজিংয়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভে শামিল হয়েছেন। এসব প্রতিবাদ কর্মসূচিতে কয়েকজন বিক্ষোভকারী দেশটির কমিউনিস্ট পার্টির নেতা ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পদত্যাগ দাবি করেছেন।

চীনের বৃহত্তম শহর এবং বিশ্ব অর্থনীতির একটি প্রধান কেন্দ্র সাংহাইয়ের বিক্ষোভে লোকজনকে প্রকাশ্যে ‘শি জিনপিং, পদত্যাগ করুন,’ এবং ‘কমিউনিস্ট পার্টি পদত্যাগ করো’ – এরকম স্লোগান দিতে শোনা গেছে।

এদিকে আজ সোমবারও দেশটিতে রেকর্ড ৪০ হাজার ৩৪৭ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটির গুয়াংজু এবং চংকিং শহর করোনার প্রকোপ কমাতে হিমশিম খাচ্ছে। এ ছাড়া দেশটির বিভিন্ন শহরে শত শত মানুষের করোনা শনাক্তের খবর পাওয়া গেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here