Home ফিচার বিএনপি নেতাকর্মীদের ঢল ঠেকাতে কৌশলী পুলিশ

বিএনপি নেতাকর্মীদের ঢল ঠেকাতে কৌশলী পুলিশ

0

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশে নেতাকর্মীদের ঢল ঠেকাতে কৌশলী ভূমিকায় অবতীর্ণ হয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। এ ব্যাপারে রাজশাহী রেঞ্জের পুলিশ সুপারদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ রাজশাহী মহানগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়েছে। অবশ্য পুলিশ বলছে, কাউকে হয়রানির করার জন্য নয়, নিরাপত্তার প্রয়োজনে চেকপোস্ট বসানো হয়েছে। আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর রাজপাড়া থানাধীন মাদ্রাসা ময়দানে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার পুলিশের পক্ষ থেকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে আটটি শর্তে। পরিবহন ধর্মঘটের কারণে ইতোমধ্যে বিএনপি নেতাকর্মীরা সমাবেশের দুদিন আগে থেকেই রাজশাহীতে আসা শুরু করেছেন।

অন্যদিকে অপরিচিত লোকজন যাতে কোথাও আশ্রয় নিতে না পারে, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে উপজেলা ও ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নগরীর বাইরে থেকে আসা বিএনপির নেতাকর্মীরা যাতে পাড়া-মহল্লায় বাড়িতে বাড়িতে আশ্রয় না পান, সেজন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here