Home খেলা সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ, কবে হবে ম্যাচ

সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ, কবে হবে ম্যাচ

0

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রথমবারের মতো বসেছে বিশ্বকাপ ফুটবলের আসর। ফিফা ফুটবলের ২২তম এই আসরের চূড়ান্ত সময় দ্রুতই ঘনিয়ে আসছে। এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে সেমিফাইনালে উঠেছে কোন চার দল।

শেষ চার নিশ্চিত করেছে- ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স, বর্তমান রানার্সআপ ক্রোয়েশিয়া, আফ্রিকান দেশ মরক্কো ও লাতিন আমেরিকান পরাশক্তি আর্জেন্টিনা। এখন অপেক্ষা সেমি ফাইনালের বাধা পেরিয়ে ফাইনাল যুদ্ধ।

চলুন দেখে নেওয়া যাক- সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ, আর কবে হবে ম্যাচ দুটি।

ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছে মদ্রিচের ক্রোয়েশিয়া। আর আরেক কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়েছে মেসির আর্জেন্টিনা। এ দুই দল প্রথম সেমিফাইনালে লড়বে আগামী বুধবার (১৪ ডিসেম্বর)।

এদিকে বিশ্বকে চমকে দিয়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপে সেমিফাইনালের টিকিট পেয়েছে মরক্কো। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে তারা ১-০ গোলে হারিয়ে সেমির টিকিট পায়। আর ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সেমিফাইনালের টিকিট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। আগামী বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) মরক্কো ও ফ্রান্স দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে।

দুই সেমিফাইনালই হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here