Thursday, September 19, 2024
Homeবাংলাদেশফারদিনের ‘আত্মহত্যার প্রমাণ’ দেখতে ডিবি কার্যালয়ে শিক্ষার্থীরা

ফারদিনের ‘আত্মহত্যার প্রমাণ’ দেখতে ডিবি কার্যালয়ে শিক্ষার্থীরা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর তদন্তের বিষয়ে বিস্তারিত জানতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে গেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আজ সকাল সোয়া ১১টায় শিক্ষার্থীদের ৮ থেকে ১০ জনের প্রতিনিধিদল রাজধানীর মিন্টো রোডে সংস্থাটির কার্যালয়ে পৌঁছান।

এর আগে গতকাল বুধবার ফারদিনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত শেষে ডিবি জানায়, বুয়েটের ওই ছাত্র আত্মহত্যা করেছেন। এর প্রতিক্রিয়া জানাতে আজ সকাল ১০টায় বুয়েট শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ ডেকেছিলেন একদল শিক্ষার্থী। তবে ডিবি কার্যালয়ে গিয়ে প্রমাণ দেখতে পূর্বঘোষিত ওই কর্মসূচি আপাতত স্থগিত করেছেন তারা।

প্রতিনিধিদলে থাকা বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী মাশিয়াত জাহিন বলেন, ‘গতকাল বুধবার রাতে ডিবি কার্যালয়ের কর্মকর্তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারা তাদের তদন্তের ফাইন্ডিংসের পক্ষে প্রমাণাদি আমাদের দেখাতে চান। তাই আপাতত পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত ঘোষণা করে আমরা ডিবি কার্যালয়ে এসেছি।’

‘ডিবির ডকুমেন্ট ও এভিডেন্সগুলো দেখে আমরা আমাদের পরবর্তী বক্তব্য জানাব’, যোগ করেন বুয়েটের এই শিক্ষার্থী।

- Advertisment -
Google search engine

Most Popular