Thursday, September 19, 2024
Homeবিশ্বশাদের মরুভূমিতে মিলল ২৭ অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ

শাদের মরুভূমিতে মিলল ২৭ অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ

উত্তরমধ্য আফ্রিকার দেশ শাদের মরুভূমিতে ২৭ অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এসব অভিবাসী তৃষ্ণায় মারা গেছেন। গত মঙ্গলবার জাতিসংঘের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এসব তথ্য জানিয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, ১৭ মাস আগে এসব অভিবাসন প্রত্যাশী একটি পিকআপ ট্রাকে করে শাদের মধ্যাঞ্চলীয় শহর মুসোরো ছেড়েছিল।

আইওএম বলছে, ট্রাকটি গভীর মরুভূমিতে হারিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এরপর যান্ত্রিক সমস্যার কারণে অকেজো হয়ে পড়ে ট্রাকটি। এতে পরবর্তীতে তৃষ্ণায় অভিবাসন প্রত্যাশীদের মৃত্যু হয়। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ২৭ অভিবাসন প্রত্যাশীর মধ্যে চার জন শিশু ছিল।

আইওএম জানিয়েছে, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত সাহারা মরুভূমি পার হওয়ার চেষ্টাকালে পাঁচ হাজার ৬০০ এর বেশি মানুষ মারা গেছে ও নিখোঁজ হয়েছে এমন তথ্য নথিভুক্ত করেছে তারা।

- Advertisment -
Google search engine

Most Popular