Thursday, September 19, 2024
Homeবিনোদনমেসিদের পক্ষে বাজি ধরে ১০ কোটি টাকা হারলেন গায়ক

মেসিদের পক্ষে বাজি ধরে ১০ কোটি টাকা হারলেন গায়ক

লিওনেল মেসি ও আর্জেন্টিনার হাতেই উঠবে বিশ্বকাপের সোনালি ট্রফি এমন বিশ্বাস ছিল র‍্যাপার ড্রেকের। নীল-সাদা দলের ওপর এক মিলিয়ন মার্কিন ডলার (১০ কোটি ৬ লাখ টাকার বেশি) বাজি ধরেছিলেন কানাডীয় গায়ক। রোববার রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে ইতিহাস লিখলেন লিও মেসি। ফ্রান্সকে পেনাল্টি শুট আউটে হারিয়ে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।

মেসির বিশ্বকাপ জয় নিয়ে যখন আবেগে ভাসছে গোটা বিশ্ব, তখনই মাথা ঠুকতে হচ্ছে ড্রেককে। কারণ যে মার্কেটে জুয়া খেলেছিলেন ড্রেক সেখানে এক্সট্রা টাইমের ফলাফল বিবেচ্য হয় না। ৯০ মিনিটে ম্যাচ জিতলে তবেই সেই স্কোরকে বৈধ বলে গণ্য করা হয়। রোববার ৯০ মিনিটে খেলার ফল ছিল ২-২। শুরুর ৭৯ মিনিট আর্জেন্টিনা ২-০ গোলে এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে এমবাপের জোড়া গোলে ম্যাচে সমতা ফেরায় ফ্রান্স।

অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ফের মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা কিন্তু ১১৭ মিনিটে ফের পেনাল্টি পায় ফ্রান্স, জালে বল ঢোকাতে বেশি সময় নেননি এমবাপ্পে। পেনাল্টি শ্যুট আউটে ৪-২-এর ব্যবধানে ফ্রান্সকে পরাজিত করে বিশ্বকাপ জেতে লিওনেল মেসির দল।

৯০ মিনিটের ভেতর আর্জেন্টিনা ম্যাচ জিতলে জুয়া খেলে ১.৭৫ মিলিয়ন মার্কিন ডলার ((১০ কোটি ৬ লাখ টাকার বেশি) লাভ করতেন ড্রেক। তবে এই প্রথম এত বড় অঙ্কের টাকা জুয়ার হারেননি ড্রেক। গত মাসেই ইউএফসি-র বাউটে ইসরায়েল আদেসানয়ার ওপর বাজি ধরে প্রায় ১৭ কোটি টাকা পানিতে গিয়েছিল ড্রেকের।

- Advertisment -
Google search engine

Most Popular