Friday, September 20, 2024
Homeবাংলাদেশসারা বাংলাদেশের ৯৬ ব্যাচ এর মিলন মেলা অনুষ্ঠিত

সারা বাংলাদেশের ৯৬ ব্যাচ এর মিলন মেলা অনুষ্ঠিত

বক্তব্য রাখছেন, ৯৬ ব্যাচ এর অন্যতম সদস্য শান্ত মারিয়ম ইউনিভার্সিটির উপ-পরিচালক আলহাজ্ব মোঃ ছিদ্দিকুর রহমান।

হাফেজ নজরুল :

এসো মিলি বন্ধনে শৈশবের সন্ধানে। এ শ্লোগানকে সামনে রেখে ২৩ ডিসেম্বর শুক্রবারে খামার বাড়ী কৃষি ইনিস্টিউট কনভেনশন হলে ((KIB) তে অনুষ্ঠিত হয়েছে সারা বাংলাদেশের এসএসসি ৯৬ ব্যাচ এর ২৬ বর্ষপূর্তি মিলন মেলা।
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির উপ পরিচালক, আলহাজ্ব মোঃ ছিদ্দিকুর রহমান, শান্ত হোল্ডিংস লিঃ এর ডিজিএম ফাল্গুনী তুলি, সানসিটি এক্সোসরিজ এর ব্যবস্থপনা পরিচালক মোঃ সাদেকুর রহমান চঞ্চল ও অষ্টম আদিত্য সরকার এর যৌথ সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন। সারা বাংলাদেশ থেকে আগত ৯৬ ব্যাচ এর ১২৫০ জন বন্ধু। উপস্থিত ছিলেন আয়োজক কমিটির অন্যতম সদস্য খলিলুর রহমান, আসাদ রাসেল, জাহিদুর রহমান, অদুদ মাহমুদ,আব্দুল্লাহ আল হারুন, পলাশ খাঁন,আওয়াল আকন্দ, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল সরকার, মোঃ এনামুল কবির এনাম,সাদেক হোসেন মেম্বার, সালেকুর রহমান চঞ্চল, ইঞ্জিনিয়ার নুরুন নাহার কেয়া,রুবিনা ইয়াসমিন, নয়ন খান, নিয়ন খান, মুন্না মামুনসহ সারা বাংলাদেশ থেকে আগত প্রায় ১২৫০ জন বন্ধু মহল।
“জীবন ফুরিয়ে যাবে কালের খেয়ায়, বন্ধুত্ব রয়ে যাবে যুগযুগান্তের ধারায়। শরতের কাশফুলের হিমেল ছোঁয়ায়, হারিয়ে যেতে চাই আজ বন্ধুত্বের মেলায়” সারা বাংলাদেশের এস,এসসি ৯৬ ব্যাচের সদস্যরা দীর্ঘ ২৬ বছরের তাদের বন্ধুত্বের শিকরকে শক্ত করে আঁকড়ে ধরে একে অপরের সুখে দুঃখের সাথী হয়ে জীবনের বাঁকে বাঁকে মিশে থাকতে ই তাদের এই শৈশবের গল্প মাখা ইতিহাস রচনা।

“”রণে, বনে,জলে জঙ্গলে যে যেখানে, যখন ই দিয়েছে ডাক, সবাই মিলে এক হয়ে গেয়ে যাবে ভালোবাসার জয়গান “” ৯৬ ব্যাচ ইতিমধ্যে সামাজিক, মানবিক কর্মকান্ডে সারাদেশে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। 
সারাদিন ব্যপী তাদের শৈশবের স্মৃতিচারণ, দীর্ঘ ২৬ বছরের হারিয়ে যাওয়া জীবনের অনেক গল্পের ফুলঝুরি, গানে গানে আনন্দ, নৃত্যের তালে তালে শৈশবে হারিয়ে যাওয়া, গল্প, আড্ডায়, সেলফিতে মেতে উঠা এক জাঁকজমকপূর্ণ আনন্দঘন পরিবেশে বন্ধুদের নিয়ে উপভোগ করেছেন এক অন্যরকম মিতালী। 

- Advertisment -
Google search engine

Most Popular