Home ফিচার শীত উপেক্ষা করে মেট্রোরেলে উপচেপড়া ভিড়

শীত উপেক্ষা করে মেট্রোরেলে উপচেপড়া ভিড়

0

ঢাকায় এবার শীত এসেছে স্বাভাবিক সময়ের অনেকটা পরে। গত দুই দিনে শীতের অনুভূতি অনেকটাই হাড়কাঁপানো। তবে আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় শীত উপেক্ষা করে মেট্রোরেলে ভ্রমণ করছেন রাজধানীর বাসিন্দারা। এতদিন যারা কাজ ও দূরত্বের কারণে প্রিয়জন নিয়ে মেট্রোরেলে ভ্রমণ করতে পারেননি, এমন অনেকেই আজ আগারগাঁও স্টেশনে ভিড় জমান। এদিন সকাল থেকেই যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

আজ সকালে আগারগাঁও স্টেশনের বাইরে প্রবেশপথে যাত্রীদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়।

কবিরুল হাসান নামে স্টেশনের ভেতরে টিকেট কেটে অপেক্ষা করা এক যাত্রী বলেন, ‘আমাদের বাড়ি যশোর, ঢাকায় একটি কাজে এসেছিলাম। আমি দেশের বাইরে বেশ কয়েকবার মেট্রোরেলে উঠেছি। তাই পরিবার নিয়ে নিজ দেশের মেট্রোরেলে ভ্রমণ করতে এসেছি। এটা আমাদের জন্যে অনেক গর্বের।’

কমলাপুরের এজিবি কলোনি থেকে এসএসসি পরীক্ষার্থী মেয়ে আবিদাকে নিয়ে মেট্রোরেল ভ্রমণ করতে এসেছেন জাহানারা আক্তার। তিনি বলেন, ‘কমলাপুর থেকেও অনেক সুন্দর মেট্রোরেলের স্টেশন। এত সুন্দর এই স্থাপনা দেখে ভালো লাগছে, ট্রেনে উঠলে আরও ভালো লাগবে।’

শেওড়া পাড়াবাসী জাহান বলেন, ‘বাড়ির কাছেই মেট্রোরেল চালু হয়েছে কিন্তু সময়ের অভাবে উঠতে পারিনি। তাই আজ ছুটির দিনে এসেছি। মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হলে আরও অনেক ভালো হত।’

মেট্রোরেলের স্টেশনে নিরাপত্তার দায়িত্বে থাকা মারুফ নামের একজন বলেন, ‘আজ ছুটির দিন হওয়ার যাত্রীদের অনেক চাপ রয়েছে। সপ্তাহের অন্যদিনেও ভিড় থাকে। তবে শুক্র ও শনিবার ছুটির দিনে বেশি চাপ থাকে।’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here