Home ফিচার দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর এহসান গ্রুপের উপদেষ্টা গ্রেপ্তার

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর এহসান গ্রুপের উপদেষ্টা গ্রেপ্তার

0

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর পিরোজপুরে অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতিসহ মোট ১৭টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এহসান গ্রুপের প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুর রব খানকে (৭০) অবশেষে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। আজ শনিবার তাকে আদালতে হাজির করা হবে।

গ্রেপ্তার মাওলানা আব্দুর রব খান এহসান গ্রুপের প্রধান উপদেষ্টা এবং পিরোজপুর শহরের খলিশাখালী আশরাফুল উলুম কাওমি মাদ্রাসা ও জান্নাতুল মাওয়া মহিলা মাদ্রাসার পরিচালক।

গতকাল শুক্রবার রাত আটটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। তিনি জানান, পিরোজপুরে এহসান গ্রুপের নামে সাধারণ মানুষের অর্থ আত্মসাতের যে মামলা ছিল সেই মামলায় আব্দুর রব খানের নামে ১৭টি ওয়ারেন্ট রয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর তাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here