Monday, September 16, 2024
Homeখেলাকাতার বিশ্বকাপের সেরা সমর্থকের দৌড়ে কারা, জানিয়ে দিল ফিফা

কাতার বিশ্বকাপের সেরা সমর্থকের দৌড়ে কারা, জানিয়ে দিল ফিফা

দীর্ঘ ৩৬ বছরের অবসান ঘটিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। আসরে লিওনেল মেসিদের মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তাদের দেশের সমর্থকরাও মন জয় করেছেন। তাই তারাও জিততে যাচ্ছেন একটি পুরস্কার।

ফুটবল বিশ্বকাপের সেরা গোল, সেরা ফুটবলার, সেরা গোলরক্ষকের পুরস্কার দীর্ঘ দিন ধরেই দিয়ে আসছে ফিফা। এছাড়া গত কয়েকটি বিশ্বকাপ ধরে চালু হয়েছে সেরা সমর্থকের পুরস্কারও। গোটা বিশ্বকাপে যে দেশের সমর্থকরা নজরকাড়া, তাদেরই এই পুরস্কার দেওয়া হয়। এটা কোনো একটি দেশের বদলে এক জন সমর্থকও এই পুরস্কার পেতে পারেন, যদি ব্যতিক্রমী কিছু করে থাকেন।

কাতার বিশ্বকাপে সেরা সমর্থকের পুরস্কার পাওয়ার দৌড়ে রয়েছেন আর্জেন্টিনার সমর্থকরাই। আসরে আর্জেন্টিনা থেকে হাজারো ভক্ত খেলা দেখতে এসেছিলেন। আর্জেন্টিনা যত এগিয়েছে, তত ভিড় বেড়েছে কাতারে। এক সময় আর্জেন্টিনার মানুষের টিকিটের চাহিদায় অতিষ্ঠ হয়ে উঠেছিলেন আয়োজকরা।

এমনকি অনেকে স্টেডিয়ামে ঢুকতে না পেরে স্থানীয় ফ্যান পার্কে গিয়ে খেলা দেখেছেন। কাতারে কর্মরত ভারত, বাংলাদেশের মানুষও সমর্থন করেছেন আর্জেন্টিনাকে। তারাই ফিফার বিচারে এ বারের বিশ্বকাপের সেরা সমর্থক হওয়ার দৌড়ে।

- Advertisment -
Google search engine

Most Popular